Site icon Jamuna Television

আদাবরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রতীকী ছবি।

রাজধানীর আদাবরে ৮ তলা একটি ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কিনা সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এখন আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসজেড/

Exit mobile version