Site icon Jamuna Television

ভয়াল ২১ আগস্ট আজ

ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার চৌদ্দ বছর পূর্তি আজ। সেদিনের ভয়াল স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় আহতদের। কারো কারো শরীরের ক্ষত এখনও শুকায়নি। শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার। আহত রাজনৈতিক কর্মীরা মনে করেন, এই হামলা চালানো হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে।

হামলায় ২৪ জন নিহত হয়ছিলেন। শরীরে হাজারটা স্প্লিন্টার যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন অনেকেই। আহতরা বলছেন, যারা এভাবে মানুষ হত্যা করে নৃশংসতার পরিচয় দিয়েছে, তাদের বিচার এদেশে হবেই। কোনোদিন ক্ষমা পাবে না, রাজনীতির নামে মানুষ হত্যাকারীরা।

ভূক্তভোগীদের মতে, এই হামলা শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ছিল না। এটি ছিল বাংলাদেশের মূল চেতনাকে নিঃশেষ করে দেয়ার অপপ্রয়াস।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version