Site icon Jamuna Television

সৌদি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সৌদি আরবে সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৭ মে) ঢাকায় পৌঁছান তিনি।

এই সফরকালে সেনাবাহিনী প্রধান রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন তিনি।

এ সফরে সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান। সেই সাথে পবিত্র ওমরাহও পালন করেছেন তিনি। তার এ সফরের মধ্য দিয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এসজেড/

Exit mobile version