Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ

ঈদযাত্রায় চাপ বাড়ায় জট দেখা দিয়েছে প্রধান দুই নৌরুটে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি আর পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ ও স্পিডবোটে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। এ সুযোগে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ঝুঁকি নিয়ে পারাপার বন্ধে প্রশাসনের নিষেধ মানা হচ্ছে না কোনো ঘাটেই। কিছু সংখ্যক ফেরি চললেও তাতে যাত্রীবাহী গাড়ি কম। বেশিরভাগই পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও রয়েছে গাড়ির অতিরিক্ত চাপ। দুই পাড়ে সব সময়ই কয়েকশ যানবাহন অপেক্ষায় থাকছে। গতরাতে পদ্মা উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version