Site icon Jamuna Television

পাকিস্তানে ভয়াবহ তুষারধসে প্রাণহানি ১১

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে তুষারধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। শনিবার (২৭ মে) কাশ্মিরের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় গিলগিত-বালিচিস্তান প্রদেশে ঘটে মর্মান্তিক এ ঘটনা। এতে শিশুসহ গুরুতর আহত আরও অন্তত ১৩ জন। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানায়, তারা সবাই আদিবাসী যাযাবর গোষ্ঠীর। কাশ্মির থেকে ফেরার পথে ৩৫ জনের একটি দল তাঁবু খাটিয়ে সেখানে অবস্থান করছিলেন। আটকা পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারীরা পৌঁছেছে ঘটনাস্থলে। তবে বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা।

বছরের এই সময়ে পাকিস্তানের হিমবাহগুলোয় প্রায়ই তুষারধস হয়। ২০১২ সালে, ভয়াবহ তুষারধসে ১২৯ সেনা এবং ১১ বেসামরিক নাগরিক নিহত হন।

এটিএম/

Exit mobile version