Site icon Jamuna Television

ক্রাইমিয়ার কের্চ সেতুতে হামলার দায় স্বীকার করলো ইউক্রেন

সাত মাস পর ক্রাইমিয়ার ‘কের্চ সেতু’তে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলো ইউক্রেন। শনিবার (২৭ মে) এ দাবি করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। খবর সিজিটিএনের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, শত্রুপক্ষের রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলটি বিচ্ছিন্ন করতেই এ পদক্ষেপ ছিল। তবে কীভাবে অভিযান পরিচালনা করা হয়েছে, সেটি বিস্তারিত জানায়নি গোয়েন্দা কর্মকর্তারা। গেলো বছর অক্টোবরে ভয়াবহ বিস্ফোরণে ধসে যায় ব্রিজের একাংশ। ক্রাইমিয়ার মূল ভূখণ্ডের সাথে মস্কোর একমাত্র সংযোগ স্থাপনকারী এই সেতু। তাই ওই হামলাকে রাশিয়ার জন্য বড় আঘাত হিসেবে গণ্য করা হয়। এই ঘটনায় শুরু থেকেই কিয়েভকে দায়ী করে আসছিল মস্কো।

/এমএন

Exit mobile version