Site icon Jamuna Television

২১ আগস্ট: হামলায় আহতরা ধীরে ধীরে পঙ্গুত্ব বরন করছেন

ফাইল ছবি

২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলার ১৪ বছর আজ। সারা দেশে অনেক নেতাকর্মী এখনো শরীরে সেই বর্বর হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এদের মধ্যে মাদারীপুরের অন্তত ৫ জন এখনো শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন। দীর্ঘদিন স্প্রীন্টারগুলো শরীরের বিভিন্ন স্থানে থাকায় পড়ছেন নানান সমস্যায়। সুচিকিৎসার অভাবে ধীরে ধীরে পঙ্গুত্ব বরন করছেন এ সকল কর্মীরা।

চাঁদপুরে আহতরা চান সুচিকিৎসার নিশ্চয়তা। আকুতি জানিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার। আজও বিচার না হওয়ায় নিহতদের পরিবারে আহাজারি আর ক্ষোভ রয়ে গেছে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version