Site icon Jamuna Television

সাতক্ষীরায় শ্যালকের ঘর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল ভগ্নীপতি, দগ্ধ ৩

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় স্ত্রীর সাথে বিরোধের জেরে শ্যালকের ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে শ্যালক আব্দুল কাদের (৩০), তার স্ত্রী শারমিন (২৫) ও শিশু কন্যা ফাতেমা খাতুন (৪) দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রোববার (২৮ মে) ভোর রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ভগ্নীপতি সবুজ হোসেন (৩২) যশোর জেলার নারায়ণপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে।

এ ঘটনায় এখনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের সঙ্গে ভগ্নীপতি সবুজ হোসেনের বিরোধ চলছিল। এর জেরে শ্যালক কাদের গাজীর উপর ক্ষিপ্ত ছিলেন সবুজ। রাতে সবুজ কাতপুর গ্রামের হান্নান বিহারীর ছেলে সোহাগ হোসেনের বাড়িতে অবস্থান করে। রাত তিনটার দিকে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘরের দরজায় বাইরে থেকে তালা আটকানো অবস্থায় পাওয়া যায়। পরে আর্ত-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে জানালা ভেঙে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আব্দুল কাদের গাজীর বোন সুফিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকায় সোহাগ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে।

এএআর/

Exit mobile version