গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হেরেছি কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী সব নির্বাচনও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২৮ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তিনি এ কথা জানান। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে শক্তিশালী করা হয়েছে। এতে কেউ বাধা দিলে তা বিএনপি দিচ্ছে।
ওবায়দুল কাদের আরও বলেন, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকারের মাথা ব্যাথ্যার কারণ নেই। কারণ, বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই, বন্ধু আছে। তাই ভিসানীতি নিয়ে নাটক সাজাচ্ছে বিএনপি। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এতে কেউ বাধা দিতে পারবে না। এবারে ভোটে বাধা দিতে গেলে জনগণ বুঝিয়ে দেবে। যারা প্রার্থী আছেন তারা একসঙ্গে নৌকার পক্ষে ভোট চাইবেন, যাকে মনোনয়ন দেয়া হবে তিনি নির্বাচন করবেন।
বিএনপির হাতে দেশ নিরাপদ নয় দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা আবার ক্ষমতায় আসলে ভোট চুরি, অর্থপাচার ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।
/এমএন

