Site icon Jamuna Television

‘বর্তমানে বিজিবি-বিএসএফের সম্পর্ক অনেক ভালো’

দিনাজপুর করেসপন্ডেন্ট:

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সম্পর্ক অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম নাজমুল হাসান।

রোববার (২৮ মে) দুপুরে হিলি সীমান্ত পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, একে অপরের সাথে কাঁধ মিলিয়ে কাজ করছে বিজিবি-বিএসএফ। বর্তমান সময়ে কোনো সমস্যা থাকলে বিজিবি-বিএসএফ সভায় বসে আলোচনা করে সমাধান করছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, হিলি সীমান্তে এসে পৌঁছালে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালয়ান্ত রায় শরমা বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিজিবির পক্ষ থেকেও ফুল দেয়া হয় বিএসএফকে।

/এমএন

Exit mobile version