দিনাজপুর করেসপন্ডেন্ট:
আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সম্পর্ক অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম নাজমুল হাসান।
রোববার (২৮ মে) দুপুরে হিলি সীমান্ত পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, একে অপরের সাথে কাঁধ মিলিয়ে কাজ করছে বিজিবি-বিএসএফ। বর্তমান সময়ে কোনো সমস্যা থাকলে বিজিবি-বিএসএফ সভায় বসে আলোচনা করে সমাধান করছে।
এর আগে, হিলি সীমান্তে এসে পৌঁছালে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালয়ান্ত রায় শরমা বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিজিবির পক্ষ থেকেও ফুল দেয়া হয় বিএসএফকে।
/এমএন

