Site icon Jamuna Television

রান অফ নির্বাচনে ভোট দিলেন এরদোগান

ছবি: সংগৃহীত

রান অফ নির্বাচনে ভোট দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। রোববার (২৮ মে) সকালে ভোট গ্রহণ শুরু হলে তিনি রাজধানী ইস্তাম্বুলে ভোট দেন। খবর ডেইলি সাবাহ‘র।

ইস্তাম্বুলের আসকুডার জেলার সাফেট কেবি মিডেল স্কুলে ভোট প্রদানকালে তাকে দেখার জন্য অনেক মানুষে সেখানে জড়ো হন।

এরদোগান ভোট দেয়ার সময় তার সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান। ভোট দেয়ার সময় ফাস্ট লেডি এমিনি এরদোগানও সাথে ছিলেন। তিনিও এরদোগানের সাথে ভোট প্রদান করেন।

ভোট দেয়ার পর এরদোগান বলেন, প্রথমবারের মতো আমরা প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট দেখছি। এ সময় তিনি সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান।

প্রথম রাউন্ডের ভোটে ৮৮.৯২ শতাংশ ভোটারের উপস্থিতির কথা তুলে ধরে এরদোগান বলেন, তুরস্কের ইতিহাসে প্রথম ধাপের ভোট এটিই ছিল সর্বোচ্চ উপস্থিতি। দ্বিতীয় ধাপের নির্বাচনেও তিনি এ ধরনের ভোটার উপস্থিতি প্রত্যাশা করেন।

/এনএএস

Exit mobile version