জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। নতুন এই ফিচারে ফোন নম্বর ছাড়াই অ্যাপ ব্যবহারকারীরা একে অপরের সাথে মেসেজিং করতে পারবেন। খবর গালফ নিউজ‘র।
প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে আরও এক স্তরের প্রাইভেসি যুক্ত করার সুযোগ পাবেন। কন্টাক্ট খুঁজে পেতে শুধু ফোন নম্বরের ওপর নির্ভর না করে ব্যবহারকারীরা ইউনিক ইউজারনেম নির্ধারণ করতে পারবেন।
যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি, তবে টুইটারে ইতোমধ্যেই অ্যাপটির ব্যবহারকারীরা এ সম্পর্কে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অন্যদিকে ব্যবহারকারীদের সুবিধা বিবেচনায় কিছুদিন আগেই ‘মেসেজ এডিট’ ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে প্ল্যাটফর্মটিতে মেসেজিং এর সময় ভুল বার্তা পাঠিয়ে ফেললেও ব্যবহারকারীরা তা এডিট করতে পারবেন। তবে এক্ষেত্রে মেসেজ পাঠানোর পর তা এডিটের জন্য ব্যবহারকারী সর্বোচ্চ ১৫ মিনিট সময় পাবেন।
/এনএএস

