সিন্ডিকেটের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আর তাই আসছে নতুন অর্থবছরের বাজেট হতে হবে সিন্ডিকেট ভাঙার বাজেট, এমন মতামত তুলে ধরেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতাদের।
আসন্ন বাজেট ঘোষণাকে সামনে রেখে রোববার (২৮ মে) এবি পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মুষ্টিমেয় কারো হাতে যেন সম্পদ কুক্ষিগত না হয়, তার বিপরীতে সমতা বিধানের বাজেট প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে তারা।
দলটির নেতারা বলেন, মানুষ যখন মূল্যস্ফীতির চাপে কষ্ট করছে, তখন বিপিসিকে মুনাফায় রাখা মোটেই যৌক্তিক হবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে রফতানি ধরে রাখতে কী পদক্ষেপ নেয়া হবে, আসন্ন বাজেটে সে বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনার দাবি জানায় এবি পার্টির নেতারা। প্রতি লিটার ডিজেল ও অকটেনের দাম এখন ৫ থেকে ১০ টাকা কমানো সম্ভব বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অনেকে।
/এমএন

