Site icon Jamuna Television

রিজার্ভ ডে তে গড়ালো আইপিএলের ফাইনাল

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। বৃষ্টির কারণে রিজার্ভ ডে তে গড়ালো ফাইনাল ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার (২৯ মে) রাত ৮টায়।

বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগ থেকেই হায়দরাবাদে হানা দেয় বৃষ্টি।

ভারতীয় আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল। প্রয়োজনে পেছাতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি।

সেই শঙ্কা সত্যি করে আহমেদাবাদের আকাশে নামে বৃষ্টি। ক্রিকইনফো জানিয়েছে, বজ্র-বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাসও আছে। বাতাসের কারণে এরই মধ্যে মাঠের কিছু অংশের কাভার উড়ে যায়। বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানিও জমেছে।

শেষ পর্যন্ত রিজার্ভ ডের ম্যাচও যদি পরিত্যক্ত হয় তাহলে বিজয়ী হবে গুজরাট। এক্ষেত্রে লিগ পর্বে চেন্নাইয়ের চেয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল হিসেবে হার্দিকদের বিজয়ী ঘোষণা করা হবে।

/এনএএস

Exit mobile version