Site icon Jamuna Television

তুরস্কে স্মরণীয় ভোট, ইতিহাসের সাক্ষী হতে অনেকেই পোষা পশু-পাখি নিয়ে হাজির

তুরস্কে স্মরণীয় ভোট। ইতিহাসের সাক্ষী হতেই সব বাধাবিঘ্ন উপেক্ষা করে ভোটকেন্দ্রে পৌঁছান তুর্কিরা। খবর রয়টার্সের।

রোববার (২৮ মে) ভোট উৎসবে অনেকেই নিয়ে আসে পোষা পাখি-পশু। ঐতিহ্যবাহী পোশাকে ইস্তাম্বুলের কেন্দ্রে হাজির হন তুর্কিরা। একজনের সাথে ছিলো লাতিন আমেরিকার এক ম্যাঁকাও। যা নজর কাড়ে সবার। একই শহরের অন্য প্রান্তে এক নারীর সাথে ভোট উৎসবে যোগ দেয় তার প্রিয় ভেড়া। অনেকেই আদর করে দেন পোষ্যটিকে।

তবে বুরসা শহরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এক দম্পতি। বিয়ের পোশাকে আনুষ্ঠানিকতা সেরেই তারা ছোটেন ভোট কেন্দ্রে। বাক্সে ফেলেন রান-অফ নির্বাচনের ব্যালট পেপার। হাস্যজ্জ্বল এই দম্পতিকে শুভেচ্ছা জানান কেন্দ্রে উপস্থিত অন্যান্যরা।

এটিএম/

Exit mobile version