Site icon Jamuna Television

আজ বিশ্ব বিস্কুট দিবস, প্রিয়জনকে নিয়ে খেয়েছেন তো?

অতিথি আপ্যায়নে জুড়ি মেলা ভার, এমন একটি খাবার, তার নাম বিস্কুট। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে দুটো বিস্কুট না হলে চলেই না, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। আজ ২৯ মে সেই বিস্কুট দিবস।

ছোটবেলার বিস্কুট দৌড়ের কথাও মনে আছে নিশ্চয়ই। মানুষের পছন্দের সঙ্গে সঙ্গতি রেখে বাজারে রয়েছে নোনতা, মিষ্টি, ঝাল নানা স্বাদের বিস্কুট।

এই বিস্কুট বেশ পুরোনো খাবার। প্রাচীন গ্রিক, রোমান ও মিসরীয় সাম্রাজ্যের সামরিক বাহিনীর সদস্য ও ব্যবসায়ীদের বছরের একটি দীর্ঘ সময় সমুদ্র কিংবা দুর্গম অঞ্চলে কাটাতে হতো। তখন এমন একটি খাবারের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা হবে ওজনে হালকা, পর্যাপ্ত ক্যালরিসমৃদ্ধ এবং সহজে নষ্ট হয় না। বিষয়গুলোর সমন্বিত সমাধান হিসেবে উদ্ভাবিত হয় এই দারুণ খাবার।

এটিএম/

Exit mobile version