Site icon Jamuna Television

শেষ সময়ে জমজমাট কোরবানির পশুর হাট

শেষ মুহূর্তে জমজমাট দেশের কোরবানির পশুর হাট। বেশিরভাগ হাটেই রয়েছে দেশি গরুর প্রাধান্য। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ঝিনাইদহের হাটগুলো এখন মুখর ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে। চলছে শেষ মুহূর্তে বেচাকেনা। হাটে দেশি গরুর প্রাধান্যই বেশি। দামটাও বেশ চড়া।

জমজমাট গোপালগঞ্জের ১৬ টি কোরবানির হাটও। সীমান্তে নজরদারি বাড়ায় এবার ভারতীয় গরুর দেখা মিলছে কম। এ সুযোগে দেশি গরুর দাম হাকা হচ্ছে বেশি।

জামালপুরেও বেড়েছে পশু বেচাকেনা। সব হাটই এখন ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেষ মুহূর্তে জমজমাট চাঁদপুরের ১৭৫ টি কোরবানির হাট। দেখে শুনে পছন্দমত পশু কিনছেন ক্রেতারা।

হাটে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে মেডিকেল টিম। জাল টাকা রোধে বসানো হয়েছে শনাক্তকরণ মেশিন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version