মার্কিন ভিসানীতি শুধু বাংলাদেশের জন্য দেয়া হয়নি। অনেক দেশের জন্য দেয়া হয়েছে, সবারটা প্রকাশ পায়নি। শুধু বাংলাদেশেরটা প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। দাবি করেন, মার্কিন ভিসানীতি বিএনপির জন্য চাপ সৃষ্টি করেছে। দলটি চাপের মুখে পড়েছে।
হাছান মাহমুদ বলেন, মার্কিন ভিসানীতির কারণে বিএনপি এখন আর নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারবে না। আমেরিকার স্টেট অফিস জানিয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই।
/এমএন

