Site icon Jamuna Television

গাইবান্ধায় ব্যাংক ডাকাতির ঘটনায় মামলা হয়নি এখনও

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় ডাকাতির ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এ ঘটনায় নৈশপ্রহরীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) রাতে ব্যাংকটির ভল্ট থেকে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংক ম্যানেজার জানান, প্রতিদিনের মতো ভল্ট বন্ধ করে বাড়ি যান তিনি। রোববার সকালে গিয়ে নৈশপ্রহরীর কাছে জানতে পারেন, ব্যাংকের তালা খুলে একদল ডাকাত তার হাত-পা বেঁধে ফেলে। তারপর ভল্ট থেকে লুট করে টাকা।

এ ঘটনায় পুলিশ বলছে, ব্যাংকের সকল তালা স্বাভাবিকভাবে খুলে টাকা নিয়ে যায় ডাকাতরা। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

এসজেড/

Exit mobile version