Site icon Jamuna Television

বরিশালে নির্বাচনী পরিস্থিতির অবনতি ঘটলে দায় নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে: ইসি

বরিশাল সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেই। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার (২৮ মে) বিকেলে নগরীর সার্কিট হাউস সভাকক্ষে বরিশাল সিটি নির্বাচন উপলক্ষ্যে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় সিইসি বলেন, উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটাধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সিইসি। এসময় সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নানা দিক-নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।

এসজেড/

Exit mobile version