Site icon Jamuna Television

দিনাজপুরে তজিমদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর চিরিরবন্দরের তজিমদ্দিন হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, আফজাল হোসেন, আব্দুল লতিফ ও শামসুল হক।

সোমবার (২৯ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। এ সময় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয় আসামিদের।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞ আদালতের বিচারক ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। দীর্ঘ ২৬ বছর পরে রায় প্রদান করা হলো।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৩১ জুলাই বিকেলে তজিমউদ্দিন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর চিরিরবন্দর উপজেলার দামুয়া পুকুরে কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার স্ত্রী আরজিনা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পরিকল্পিত হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। পরে এ মামলায় একজন দোষী প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয় আদালত।

এএআর/

Exit mobile version