Site icon Jamuna Television

ইতালির উত্তরাঞ্চলে নৌকাডুবিতে ২ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

ইতালির উত্তরাঞ্চলে মাজোরে হ্রদে নৌকাডুবিতে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দু’জন। তাদের সন্ধানে চলছে তল্লাশি। খবর বিবিসির।

স্থানীয় প্রশাসন জানায়, ওই নৌকা থেকে বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ মে) সন্ধ্যায় ২৫ জন পর্যটক নিয়ে অ্যারোনা শহরের দিকে যাচ্ছিলো নৌকাটি। জন্মদিনের উৎসব উদযাপনে ভাড়া করা হয় সেটি। কিন্তু হঠাৎ শুরু হওয়া ঝড়ে প্রবল বাতাসে উল্টে যায় সেটি।

এ সময় বেশ কয়েকজন সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়। বাকিদের দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। ইতালিতে কিছুদিন ধরে বিরাজ করছে বৈরি আবহাওয়া। দু’দিন আগেই বজ্রঝড়ের সতর্কতা দিয়েছিল আবহাওয়া অফিস।

এসজেড/

Exit mobile version