Site icon Jamuna Television

ইতালির বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের পানিতে অদ্ভুত পরিবর্তন

ইতালির ভেনিসের বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের পানি হঠাৎ সবুজ হয়ে গেছে। পানির এই অদ্ভুত পরিবর্তনে শোরগোল পড়ে গেছে দেশটিতে। খবর বার্তা সংস্থা এপির।

রোববার (২৮ মে) রিয়ালতো ব্রিজের কাছে পানির রংয়ের পরিবর্তন খেয়াল করেন স্থানীয়রা।

বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। পানিতে কোনো রাসায়নিক মেশানো হয়েছে কিনা- সেটি জানতে শুরু হয়েছে নমুনা পরীক্ষা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

প্রাথমিক তদন্তে ফ্লুরোসিন নামের রাসায়নিকের উপস্থিতির কথা জানা গেছে। অনেকেই এ ঘটনাকে পরিবেশবাদীদের সতর্কবার্তা হিসেবে ধরে নিয়েছেন। পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এর আগে শিল্পী নিকোলাস খালের পানিতে সবুজ রঙ ফেলেছিলেন।

ইউএইচ/

Exit mobile version