Site icon Jamuna Television

দুই ম্যাচ হারের পর ফাতির জোড়া গোলে বার্সার বড় জয়

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগে শিরোপা নিশ্চিত হওয়ার পর টানা দুই হারে কিছুটা যেন মলিন হয়েছিল বার্সেলোনার উৎসবের রঙ। তবে আনসু ফাতির জোড়া গোল করার ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এদিন ক্যাম্প ন্যুতে ম্যাচ শেষে বিদায় দেয়া হয়েছে বার্সেলোনার ড্রিম টিমের অবিচ্ছেদ্য অঙ্গ সার্জিও বুসকেটস এবং দীর্ঘ সময়ের সেনানী লেফট ব্যাক জর্ডি আলবাকে। গোল ডটকমের খবর।

ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গাভির অ্যাসিস্টে আনসু ফাতি গোল করলে লিড নেয় বার্সেলোনা। ম্যাচের ১৪ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেকে বাজেভাবে ট্যাকেল করে লাল কার্ড দেখেন মায়োর্কার আমাথ নিদিয়ে। চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লেফট ব্যাক বালদে। ম্যাচের ২৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফাতি।

এরপর অবশ্য তৃতীয় গোলের জন্য ব্লাউগ্রানাদের অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। প্রথম গোলের যোগানদাতা গাভি স্কোরশিটে নাম তুললে ৩-০’র সহজ জয় পায় বার্সেলোনা। চুক্তি শেষ হওয়ায় ক্লাব ছাড়ছেন বার্সার দুই পুরনো যোদ্ধা বুসকেটস ও আলবা। ম্যাচ শেষে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেয় ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: য়্যুভেন্টাসকে হারিয়ে মিলানের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত

/এম ই

Exit mobile version