Site icon Jamuna Television

ভিড় বেড়েছে কামার পাড়ায়

পশু কোরবানি ও মাংস কাটার জন্য শেষ মুহূর্তে ভিড় বেড়েছে কামার পাড়ায়। কোরবানিতে চাহিদা বাড়ে দা, বটি, ছুরি ও চাপাতির। তাই এর যোগানে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগরদের।

বছরের অন্য সময়ে খুব একটা বেচাবিক্রি না হলেও কোরবানির ঈদকেই টার্গেট করেন কামাররা। বিশেষ করে ঈদের আগের রাতে বেচাবিক্রির ধুম পড়ে। দা, ছুরি, বটি ও চাপাতির বিকল্প নেই কোরবানির ঈদে। তাই শেষ মুহুর্তে সবাই ছোটেন কামারপট্টিতে।

লোহার সরঞ্জাম কেজি প্রতি সাড়ে চারশ থেকে ৫শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাংস কাটতে ব্যবহৃত অন্য সরঞ্জাম যেমন- মাদুর আর গাছের গুড়ির বিক্রিও জমজমাট। এছাড়া পুরনো লোহার সরঞ্জাম ধার দেয়ার দোকানেও এখন ভিড় চোখে পড়ার মত। বাড়তি রোজগারের আশায় সকাল থেকে রাত পর্যন্ত খাটছে ভিন্ন পেশার এসব কারিগররা।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version