Site icon Jamuna Television

ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে নাকাল ঘরমুখো মানুষ

বৃষ্টি আর যানজটে নাকাল ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ। গতকাল থেকে থেমে থেমে চলা গাড়ি গতি পাচ্ছে না মহাসড়কে। ঢাকা-আরিচা, ঢাকা টাঙ্গাইল রোডে গাড়ির চাপ বাড়ায় ভোগান্তি চরমে।

তার ওপর মহাসড়কে গাড়ি নষ্ট হওয়া ও বিশৃঙ্খল চলাচলে এ দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। তবে স্বস্তি আছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট রুটে। গাড়ির বাড়তি চাপ নেই এ পথে। পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য ভারি যান চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে ঈদ উপলক্ষ্যে। তাই এসব রুটের যাত্রীরা নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পারছে। তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া আর দুর্ঘটনার কারণে ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version