Site icon Jamuna Television

পটুয়াখালীতে গ্যাসের ধোঁয়ায় গুরুতর অসুস্থ নার্সিং কলেজের ২৫ শিক্ষার্থী ও শিক্ষক

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় জহির মেহেরুন নার্সিং কলেজের ২৩ জন শিক্ষার্থীসহ দুই শিক্ষক অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের কলাতলা এলাকার জহির মেহেরুন নার্সিং ইনস্টিটিউট কলেজে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তিকৃত‌দের মধ্যে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক সজল সিকদারের অবস্থা গুরুতর ব‌লে জানিয়েছেন চি‌কিৎসকরা।

গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থী জানান, আমরা সবাই রুমেই ছিলাম হঠাৎ করে বাহির থেকে রুমের মধ্যে ধোঁয়া আসে। তখন আমরা ভাবি হয়তো কেউ কিছু রান্না করতেছে। কিন্তুুু, তার কিছুক্ষণ পরই সকলের শ্বাস নিতে কষ্ট হলে আমাদের হাসপাতালে নিয়ে আসে অন্য ছাত্র-ছাত্রীরা।

হাসপাতা‌লে ভ‌র্তি আরেক শিক্ষার্থী জানান, আমার হাসপাতালে ডিউটি ছিলো। পরে নার্সিং ইনস্টিটিউটের ঘটনা শুনতে পেয়ে সেখানে গেলে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি। শ্বাস নিতে এখনও আমার খুব কষ্ট হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওহিদুজ্জামান শামিম জানান, হঠাৎ করেই সন্ধ্যায় জহির মেহেরুন নার্সিং কলেজের প্রায় ২৫ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এখন ওদের চিকিৎসা চলছে।

জান‌তে চাই‌লে জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা জানান, হঠাৎ করে কীভাবে ৩টি বিল্ডিংয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলো এটা ভাবার বিষয়। আমার মনে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি করতেই কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ‌বিষয়‌টি প্রশাস‌নের খ‌তি‌য়ে দেখার অনুরোধ জানাবো।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

/এসএইচ

Exit mobile version