Site icon Jamuna Television

সড়ক উন্নয়নে রাজধানীতে মধ্যরাতে গাছ কর্তন

এবার রাজধানীর কল্যাণপুরে সড়ক বিভাজনের গাছ কাটলো ঢাকা উত্তর সিটি করপোরেশন। সোমবার রাত ১১টার দিকে সড়ক বিভাজকে গাছ কাটতে দেখা গেছে।

এ সময় কয়েকটি নিম গাছ উপড়ে ও কেটে ফেলা হয়। পরে সেগুলো সড়কের পাশে রাখা হচ্ছিল। শ্রমিকরা জানিয়েছেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানেই সড়ক উন্নয়ন কাজ করছেন তারা। সড়ক বিভাজক তৈরি করতে গাছ কাটছেন। বেশ কিছুদিন ধরে ওই সড়কে নতুন করে ডিভাইডার তৈরির কাজ চলছে।

বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে সিটি করপোরেশনের গাছ কাটা নিয়ে প্রতিবাদ করে আসছে সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা।

/এমএন

Exit mobile version