ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে আবারও সহিংসতার ঘটনায় চলছে তোলপাড়। এবার জনসম্মুখে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পাথরের আঘাত করে হত্যা করা হয়েছে। খবর এনডিটিভির।
গত রোববার (২৮ মে) দিল্লির রোহিনি এলাকায় এই ঘটনা হয়। ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায়, হাতে থাকা ছুরি দিয়ে এক কিশোরীকে অন্তত বিশবার আঘাত করে হামলাকারী। এরপর পাথরখণ্ড দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে। হামলার সময় আশেপাশে অনেকেই থাকলেও এগিয়ে আসেননি কেউ-ই।
এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম সাহিল। পুলিশ বলছে, দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় নিন্দা জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
/এমএন

