Site icon Jamuna Television

নওগাঁয় আম সংগ্রহ শুরু

নওগাঁ প্রতিনিধি:

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ। মঙ্গলবার (৩০ মে) সকালে নওগাঁর সাপাহারে আম সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে তিনি গাছ থেকে আম পেড়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আম বাগানী, কৃষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেন, চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় ৪০০ মেট্রিক টন আম বিদেশে রফতানির সম্ভাবনা রয়েছে। রফতানি প্রক্রিয়া সহজ করতে সহযোগিতা দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, আমের ফলন ভাল হয়েছে। বাগানীরা যাতে নায্য দাম পান এবং নির্বিঘ্নে আম বাজারজাত করতে পারেন সে দিকে লক্ষ্য রেখে হাট-বাজার গড়ে তোলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের আম উৎপাদনের অন্যতম জেলা নওগাঁয় বাগান থেকে পর্যায়ক্রমে গোপালভোগ, ক্ষীরসাপাত, নাগ ফজলি, ল্যাংড়া, আম্রপালি ও বারি জাতের আম বাজারে আসবে।

এএআর/

Exit mobile version