সুদানের বিবদমান পক্ষগুলো আরও ৫ দিন অস্ত্রবিরতির সময়সীমা বৃদ্ধিতে সম্মত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) এ ঘোষণা দেয় বিবদমান পক্ষগুলো। খবর আলজাজিরার।
গত ২০ মে সৌদি ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এক সপ্তাহের অস্ত্রবিরতি চুক্তিতে সই হয়। উদ্দেশ্য ছিল- মানবিক করিডরের সহায়তায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া। কিন্তু এর মাঝেও রাজধানী খার্তুমে লড়াই চলতে থাকে।
সেসময় বিমান বাহিনীর অভিযানের পাশাপাশি ছোড়া হয় গোলাবারুদ-মিসাইল। সেই অস্ত্রবিরতির মেয়াদ ছিল সোমবার রাত পৌনে ১০টা পর্যন্ত। এর আগেই বিবদমান পক্ষগুলোর ওপর চাপ প্রয়োগ করতে থাকে ওয়াশিংটন-রিয়াদ। তারা আহ্বানে সাড়া দিয়ে অস্ত্রবিরতির সময়সীমা বৃদ্ধিতে রাজি হয়।
গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে মেতেছে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বহর আরএসএফ। এই লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ৮৬৩ জনের; আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
ইউএইচ/

