এক মাসের মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোতে ফের হামলা হয়েছে। এবার আবাসিক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ড্রোন রকেট। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৩০ মে) শহরটির মেয়র নিশ্চিত করেছেন এ তথ্য। জানান, স্থানীয় সময় ভোর ছয়টায় দিকে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে স্থাপনার সামান্য ক্ষতি হলেও কেউ হতাহতের হয়নি বলে দাবি মেয়রের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় জরুরি সেবাবিভাগ। সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। এদিন আরও ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানায় শহর প্রশাসন। রাশিয়ার অন্য অঞ্চলে হামলা হলেও রাজধানীতে এ ঘটনা বিরল। তবে যুদ্ধ শুরুর পর চলতি মাসেই এ নিয়ে দ্বিতীয় দফা মস্কোতে হামলার ঘটনা ঘটলো। কারা এ হামলা চালিয়েছে তা নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি পুতিন প্রশাসন।
/এমএন

