Site icon Jamuna Television

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত স্পেনের রাজধানী মাদ্রিদ

ছবি : সংগৃহীত

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। ভেসে যাচ্ছে সাবওয়ে ও পাতাল রেলস্টেশন। সোমবার (২৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সংক্রান্ত ভিডিও। খবর রয়টার্সের।

পথচারীদের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, সাবওয়ের ছাদ থেকে রীতিমতো ঝর্ণার মতো গড়াচ্ছে বন্যার পানি। এছাড়া প্রবলভাবে পানি ঢুকছে পাতাল রেলস্টেশনে। এমন অবস্থায় যেকোনো মুহূর্তে সিলিং ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

এদিকে গত সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত এবং বন্যা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পানি বন্দি হয়ে পড়ে হাজারও পরিবার। গাড়ি ও অন্যান্য যানবাহন ডুবে যায় বন্যার পানিতে। এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চালানো যায়নি উদ্ধার ও ত্রাণ তৎপরতা।

এএআর/

Exit mobile version