Site icon Jamuna Television

জ্ঞান-বিজ্ঞান চর্চায় না আগানোর কারণে মুসলিমরা পিছিয়ে পড়েছে: প্রধানমন্ত্রী

নিজেদের মধ্যে কলহ, একে অপরের প্রতি সৌহার্দ্য এবং শ্রদ্ধাবোধের অভাব ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় না আগানোর কারণে মুসলিমরা আজ পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, মুসলিমদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে আবারও শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ করতে হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সরকার প্রধান আরও বলেন, জনগণকে ডিজিটাল ডিভাইস ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখতে পারে। শিক্ষা-গবেষণা ছাড়া কোনো জাতি আগাতে পারে না। তাই ন্যানো টেকনোলজি নীতিমালা চলতি সংসদেই পাশ করা হবে বলে জানান তিনি৷

বাজেট ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতার কারণে এবার ৭ লাখ কোটি টাকার বাজেট দেয়া সম্ভব হচ্ছে।

/এমএন

Exit mobile version