বিশ্বায়নের এ যুগে স্মার্ট বাংলাদেশ বানাতে গিয়ে মানুষের মনুষ্যত্ব, মানবিকতার যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩০ মে) সকালে টিএসসি মিলনায়তনে ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোবাবেলা করে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পর পরবর্তী পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ।
হাছান মাহমুদ আরও বলেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হয়ে গেলেও বাংলাদেশ এগিয়ে গেছে। ২০২০ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবেলায়ও বর্তমান সরকারের সফলতা বিশ্বব্যাপী। তাই সফলতার সেই ধারা অব্যাহত রেখে সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
/এমএন

