পবিত্র ঈদুল আজহাতেও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে রেল ভবনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এসব তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।
এবারও ঈদের ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আগে ঈদের ৫ দিন আগে অগ্রিম টিকিট দেয়া হতো। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।
ইউএইচ/

