Site icon Jamuna Television

একমাসে দ্বিতীয় দফায় হামলার শিকার রুশ রাজধানী

একমাসের মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোতে ফের হামলার ঘটনা ঘটেছে। এবার আবাসিক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ড্রোন রকেট। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর বিবিসির।

মঙ্গলবার (৩০ মে) শহরটির মেয়র নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, স্থানীয় সময় ভোর ছয়টায় দিকে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে দুটি আঘাত করে আবাসিক ভবনে। এতে স্থাপনার সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় জরুরি সেবা বিভাগ। সেখান থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। এদিন আরও ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রশাসন।

রাশিয়ার অন্য অঞ্চলে হামলা হলেও রাজধানীতে এ ঘটনা বিরল। তবে যুদ্ধ শুরুর পর চলতি মাসেই এ নিয়ে দ্বিতীয় দফা মস্কোতে হামলার ঘটনা ঘটলো। তবে কারা এ হামলা চালিয়েছে তা নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি পুতিন প্রশাসন।

এসজেড/

Exit mobile version