চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় দিঘীর পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলা দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূরানী মাদরাসার ছাত্র সিহাব (৭) ও একই এলাকার হবির ছেলে ২য় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।
স্বজন ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে দিঘীর পানিতে গোসল করতে নামে দুই শিশু। এ সময় পানিতে লাফ দিলে নিচে কাঁদার সাথে আটকে যায় তারা। পরে অন্যরা গোসল করতে গিলে তাদের পায়ের সাথে বাধলে তারা ভয়ে পানি থেকে উঠে পড়ে। তাদের চিৎকার শুনে পানিতে নেমে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএইচ/

