Site icon Jamuna Television

রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে পুকুরে ডুবে নির্ঝর (৯) ও অনন্ত (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেম খাঁ গোরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, নগরীর হেতেম খাঁ এলাকার নিরেন-আসমানি দম্পতির শিশু নির্ঝর এবং একই এলাকার গোবিন্দ-আঁখি দম্পতির ছয় বছরের শিশু অনন্ত। সম্পর্কে তারা খালাতো ভাই এবং উভয়ই প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, অনন্ত এবং নির্ঝরসহ এলাকার শিশুরা হেতেম খাঁ গোরস্থান পুকুরে গোসল করতে নামে। এ সময় অনন্ত সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলে নির্ঝর তাকে বাঁচাতে এগিয়ে যায়। নির্ঝরও সাঁতার জানতো না, ফলে দুজনই পানিতে ডুবে মারা যায়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, দুই শিশুর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএআর/

Exit mobile version