Site icon Jamuna Television

জয়পুরহাটে মাদক নিরাময় কেন্দ্রে যুবককে কুপিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে আব্দুর রহমান নামে (১৫) মাদকাসক্ত এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে শহরের গুলশান মোড়ের এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কোনো এক সময়ে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ওসি সিরাজুল ইসলাম জানান, মাদকাসক্ত আব্দুর রহমানকে পরিবারের সদস্যরা ২ বছর আগে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার এন এ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। ওই মাদকাসক্ত কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে আবু জাফর নামে একজন মাদকাসক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদসহ তদন্ত শেষে রহমানের মৃত্যু রহস্য জানা যাবে বলেও জানান ওসি।

এএআর/

Exit mobile version