Site icon Jamuna Television

আইপিএলে পুরস্কার জিতে যে যত টাকা পেলো

ছবি: সংগৃহীত

অবশেষে পর্দা নেমেছে দু’মাসের ক্রিকেটযজ্ঞের। আইপিএলের ১৬ তম আসর ছিল নানা নাটকীয়তায় ভরপুর। রিংকু সিংয়ের শেষ পাঁচ বলে পাঁচ ছয়, কোহলির নিজেকে ফিরে পাওয়া, বয়সকে তুড়ি মেরে ডু প্লেসির ব্যাটিং দাপট, তরুণ ক্রিকেটারদের উত্থান, শুভমানের অবিশ্বাস্য ফর্ম, শেষ বলে শিরোপা জিতে ধোনির চমক- সবই ছিল এবারের আইপিএলে। কিন্তু সব থেকে ঊর্ধ্বে ছিল যেন টুর্নামেন্টের প্রাইজমানি।

জনপ্রিয়তা তো বটেই, অর্থের দিক থেকেও বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এগিয়ে আইপিএল। আইপিএলের ১৬-তম আসরের সবচেয়ে বড় চমক ছিল প্রাইজমানি। মোট ৪৬ কোটি ৫০ লাখ রুপি অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই। টাকার অঙ্কে যেটি ৬০ কোটি ৩৭ লাখ। এই অংক ছাপিয়ে গেছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকেও। এমনকি আইপিএলের মতো টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটের ধারা বদলে দিচ্ছে বলেই মত অনেকের। অন্তত প্রাইজমানির দিক দিয়ে আইসিসির টুর্নামেন্টকে টক্কর দিচ্ছে আইপিএল। গত অক্টোবর-নভেম্বরে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের অর্থমূল্য (প্রাইজমানি) তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

এবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা, রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে প্রাইজমানি। তৃতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে  ৯ কোটি ৭ লাখ। এছাড়া চতুর্থ হয়ে শেষ করা লখনৌ সুপার জায়ান্টস ৮ কোটি ৯৭ লাখ জিতেছে। 

ব্যক্তিগত ক্যাটাগরিতে একাই চার পুরস্কার জিতেছেন গুজরাটের শুভমান গিল। ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করে  সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান। এছাড়া আরও দুটি পুরস্কার উঠেছে তরুণ ওপেনারের হাতে। এই মৌসুমের ‘গেম চেঞ্জার’ এবং ‌‌‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটারে’র পুরস্কারও তিনিই পেয়েছেন। চার ক্যাটাগরিতে সবমিলিয়ে শুভমান পেয়েছেন প্রায় ৫২ (৪০ লাখ রুপি) লাখ টাকা।

এবারের আসরে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক গুজরাটের পেসার মোহাম্মদ শামি। এমন কীর্তির জন্য শামি পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা।

২০২৩ আইপিএলের উঠতি প্রতিভা (ইমার্জিং প্লেয়ার) হয়েছেন যশস্বী জয়সওয়াল। ১৪ ম্যাচে ৬২৫ রান করা এই তরুণ ক্রিকেটার ইতোমধ্যে ভারতীয় দলেও ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে সুযোগ পেয়েছেন জয়সওয়াল। তিনিও পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা।

এছাড়া আইপিএলের সবচেয়ে ভালো স্ট্রাইকরেটের পুরস্কার পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গ্লেন ম্যাক্সওয়েল। গোটা প্রতিযোগিতায় তিনি ১৮৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সবচেয়ে লম্বা ছক্কা মারার পুরস্কার পেয়েছেন তারই ব্যাঙ্গালুরু সতীর্থ ও অধিনায়ক ফাফ ডু প্লেসি। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনি ১১৫ মিটার লম্বা ছক্কা মেরেছিলেন। ম্যাক্সওয়েল-ডু প্লেসি দু’জনেই ১৩ লাখ টাকা করে পেয়েছেন।

প্রতিযোগিতার সেরা ক্যাচের পুরস্কার পেয়েছেন গুজরাটের আফগান লেগস্পিনার রশিদ খান। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তার নেয়া ক্যাচ সেরা বলে বিবেচিত হয়েছে। এই ক্যাচের জন্য তিনি পেয়েছেন ১৩ লাখ টাকা। এছাড়া এবারের আইপিএলের ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে দিল্লি ক্যাপিটালস। যথাক্রমে সেরা মাঠ ও পিচের পুরস্কার পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

/আরআইএম

Exit mobile version