Site icon Jamuna Television

তিতাসে মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান শাহীনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ।

সোমবার (২৯ মে) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আক্তার হুসেন নিজাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুরশেদ, বীর মুক্তিযোদ্ধা মিজান, বীর মুক্তিযোদ্ধা মতিন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত, বীর মুক্তিযোদ্ধা সিরাজ, বীর মুক্তিযোদ্ধা জসিমসহ তিতাস উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ।

এ সময় তারা মুক্তিযোদ্ধার সন্তান শাহিনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা বলে দাবি করেন ও অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তার নিঃস্বার্থ মুক্তির দাবি জানান।

Exit mobile version