Site icon Jamuna Television

যিশু খ্রিস্টকে নিয়ে সিনেমা বানাচ্ছেন মার্টিন স্করসেসি

পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতকালে মার্টিন স্করসেসি।

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে এবার আসন্ন সিনেমার খবর দিলেন প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি। জানিয়েছেন, এবার যিশুখ্রিস্টকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি।

জানা গেছে, কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ইতালিতে গিয়েই পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন স্করসেসি। সে সাক্ষাতেও ছিল বিশেষ চমক। ফ্রান্সিসের সঙ্গে দেখা করেই নতুন সিনেমার ঘোষণা দেন স্করসেসি। বলেন, শীঘ্রই যিশুকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। এ সিনেমার গল্প কতো দূর এগিয়েছে, সেটা এখনো জানা যায়নি। জানা যায়নি কবে শুরু হবে শুটিং। তবে এটাই হতে পারে তার পরবর্তী সিনেমা।

সম্প্রতি, সহধর্মিণী হেলেন মরিসকে সাথে নিয়ে ইতালির রোমে একটি কনফারেন্সে উপস্থিত হন স্করসেসি। সেখানে আলোচনা অংশ নেয়ার আগে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে ১৯৮৮ সালে তার নির্মিত সিনেমা ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ নিয়ে কথা বলেন পোপের সাথে। তখন দেশে বিদেশে ব্যাপক বিতর্কের ঝড় তুলেছিল সিনেমাটি। মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হয় স্করসেসিকে।

/এসএইচ

Exit mobile version