Site icon Jamuna Television

১ জুন হতে পারে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ফাইল ছবি।

ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনের তফসিল আগামী ১ জুন ঘোষণা করা হতে পারে। এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নির্বাচন ভবনে তিনি বলেন, গত ১৫ মে আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয় আসনটি। কমিশনার জানান, আগামী সপ্তাহেই সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ করা হবে। এরইমধ্যে কয়েকটি আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত করা হয়েছে। মোহাম্মদ আলমগীর জানান, ৩৮টি আবেদন পড়লেও বেশিরভাগ যৌক্তিক মনে করছে না কমিশন। তবে এক্ষেত্রে ইউনিয়নের অখণ্ডতা বিবেচনায় রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, অল্প কয়েকটি কেন্দ্রে সীমানা নির্ধারণ হয়েছে। আর বাকিগুলো হয়নি। আগামী সপ্তাহে গেজেট করার জন্য আমরা সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি।

/এম ই

Exit mobile version