Site icon Jamuna Television

উৎক্ষেপণের পরই সাগরে বিধ্বস্ত উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট

উত্তর কোরিয়ার প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পরই সাগরে বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩১ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

গেলো সপ্তাহে দেশটি ঘোষণা দিয়েছিল ১১ জুন নাগাদ একটি কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপণ করবে তারা। যা মার্কিন সেনাবহরের গতিবিধি পর্যবেক্ষণ করবে। তবে, নির্ধারিত সময়ের আগেই সেটি উৎক্ষেপণ করা হলো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দুর্ঘটনার পর পিয়ংইয়ং জানিয়েছে, খুব শিগগিরই দ্বিতীয় দফা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়া হবে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় জাপানের ওকিনাওয়া অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। বুধবার সকালেই বেজে ওঠে সাইরেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও ছিল উত্তেজনা। সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করে প্রশাসন।

অবশ্য কোনো দেশই ক্ষতিগ্রস্ত হয়নি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ব্যালিস্টিক মিসাইলের মতো একটি বস্তু উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট কি না তা শতভাগ নিশ্চিত নয়। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

/এমএন

Exit mobile version