বলকান অঞ্চলের মুসলিম দেশ কসোভোয় চলমান সহিংসতায় শান্তিরক্ষী বাহিনীর ৩০ সদস্য আহতের পর নিরাপত্তা জোরদার করলো ন্যাটো। বর্তমানে দেশটিতে মোতায়েন রয়েছে ন্যাটো পরিচালিত শান্তিরক্ষী বাহিনীর ৩ হাজার ৮০০ সদস্য। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৩০ মে) সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানান, বলকানের পশ্চিমাঞ্চলে আরও ৭০০ সদস্যকে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিগড়ে গেলে প্রস্তুত রয়েছে রিজার্ভ ফোর্স।
জেনস স্টলটেনবার্গ আরও জানান, আহত সদস্যরা সবাই হাঙ্গেরি ও ইতালির সেনা। অগ্নিদগ্ধের পাশাপাশি ভেঙেছে তাদের শরীরের হাড়। চলতি বছরের শুরু থেকেই কসোভোয় বিবাদ চলছিল। মূলত দেশটিতে বসবাসরত সার্ব এবং আলবেনীয় জাতিগোষ্ঠীর মধ্যেই গণ্ডগোল।
সার্ব নেতাদের অভিযোগ, প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে আলবেনীয়রা। অন্যদিকে, আলবেনীয়দের দাবি, কসোভোকে পুতুল রাষ্ট্রে পরিণত করতে চায় সার্বরা।
/এমএন

