যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রন ডিস্যান্টিস। মঙ্গলবার (৩০ মে) সুইস স্টেট হিসেবে পরিচিত আইওয়াতে জনসমাবেশ করেন তিনি। খবর রয়টার্সের।
ফ্লোরিডার এই গর্ভনর চার দিনে তিন রাজ্য সফর করবেন। অংশ নেবেন ১২টি জনসমাবেশে। নির্বাচনী প্রচারণার উদ্বোধনী ভাষণ দেন ‘দেস মইনেস’ গির্জায়। অবশ্য, ৫০০ এর মতো মানুষ উপস্থিত ছিলেন সেই আয়োজনে।
এ সময় রন ডিস্যান্টিস বলেন, যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পথে পরিচালিত করা হচ্ছে। এর জন্য প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী। তার শাসনামলে শাটডাউন দেখতে যাচ্ছেন মার্কিনিরা। তাছাড়া অভিবাসী ঢল মোকাবেলায় ব্যর্থ এই সরকার, এমন অভিযোগও তোলেন তিনি।
অভিবাসনপ্রার্থীদের এলিয়েন হিসেবে অভিহিত করেন রন ডিস্যান্টিস। জানান, তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিনীদের চাকরির বাজার। ডিস্যান্টিসকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ভাবা হচ্ছে। তিনিও জাতীয়তাবাদকে পুঁজি করে অর্জন করেছেন মার্কিনীদের আস্থা। কট্টর অভিবাসনবিরোধী হিসেবে তিনি পরিচিত। ২০২৪ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এমএন

