Site icon Jamuna Television

কর্মকর্তাদের ভল্টে আটকে ২৩ লাখ টাকা লুট! থানায় মামলা

রাজধানীর বাড্ডা এলাকার লিংক রোডে প্রিমিয়ার ব্যাংকের শাখায় ২৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার বিকেল চারটার দিকে অস্ত্রধারী এক ব্যক্তি ব্যাংকের ব্যবস্থাপককে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ভল্ট রুমে নিয়ে যান। এরপর ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ নিয়ে পালিয়ে যান অজ্ঞাত ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, টাকা লুট করে যাওয়ার সময় ওই ব্যক্তি ব্যাংকের সিসি ক্যামেরার ডিভিআর বক্স খুলে নিয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখতে আশপাশের দোকানপাট ও ভবনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version