২ হাজার বছর আগে অগ্ন্যুৎপাতে ধ্বংসপ্রাপ্ত ইতালির পম্পেই নগরীর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো আরও তিনটি কঙ্কাল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পম্পেই আর্কিওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ।
গবেষকরা জানিয়েছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে গিয়ে ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তাদের। দুটি নারীর ও একটি শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নগরীটির যে অংশে এই কঙ্কালগুলো খুঁজে পাওয়া গেছে সেখানে লন্ড্রি, বেকারিসহ আরও বেশকিছু স্থাপনার অস্তিত্বও পেয়েছেন গবেষকরা।
দু’ সপ্তাহ আগে আরও দুটি পুরুষ কঙ্কাল উদ্ধার করা হয়। গবেষকরা দাবি করেন, ভূমিকম্পের কারণে মৃত্যু হয়েছিল ওই দু’জনের।
ইউএইচ/

