Site icon Jamuna Television

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো

৮৩ বছর বয়সে বাবা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো। ২৯ বছর বয়সী প্রেমিকা নূর আলফাল্লাহর সন্তানের বাবা হতে চলেছেন তিনি। ৮২তম জন্মদিনে প্রথম বার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় এই অভিনেতাকে। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন অভিনেতা। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, নুর পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গত বছর অভিনেতার জন্মদিনে এক রেস্তরাঁয় বন্ধুবান্ধবের সঙ্গে দেখা যায় নুর ও আল পাচিনোকে। বয়সের তফাত ৫৪ হলেও প্রেমে কোনো কমতি নেই এই যুগলের। করোনার সময় থেকেই নাকি তারা একসঙ্গে থাকছেন বলে শোনা গেছে।

চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএলে স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়াশোনা করেছেন। আল পাচিনোর আগের আরও তিন সন্তান রয়েছে। নুরের যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে, সেদিক থেকে দেখলে চতুর্থ বার পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন এই অভিনেতা।

ইউএইচ/

Exit mobile version